আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১১

করোনা ভাইরাসের কারণে প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের আয়োজন স্থগিত।

স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসমাবেশের বদলে ভিন্ন আঙ্গিকে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
রোববার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি জানান, মুজিববর্ষ উদযাপনের অনুষ্ঠান বছরব্যাপী অনুষ্ঠিত হবে। তবে ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে জনসমাগম এড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের বিষয়ে সোমবার বিকেল ৪টায় আবারো মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সভা হবে বলে জানান তিনি।
তবে, জনসমাগম ব্যতীত মুজিববর্ষের অন্যান্য অয়োজন সীমিত আকারে আয়োজন হবে বলে জানান তিনি।
এর আগে রোববার সন্ধ্যায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান কামাল আবদুল নাসের চৌধুরী।

আরো সংবাদ