আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০০

করোনার মধ্যেই আখেরী ঢল যশোরের বাজারে- কিসের সামাজিক দূরত্ব! 

যশোর প্রতিনিধি।।  আগামীকাল মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাবে সব শপিংমল তাই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অনেকের। ঈদ বলে কথা।নতুন কাপড় না কিনলেই নয়।

সামাজিক দূরত্ব, করোনা সতর্কতা এ সবের তোয়াক্কা না করেই বাজারে শেষ দিনের মত মার্কেট করতে ব্যস্ত ক্রেতারা৷
যশোরে হাজী মোহাম্মদ মহসিন রোড,  কালেক্টরেট মার্কেট, চুড়িপট্টি, কাপুড়িয়া পট্টি সব খানেই তিল ধরাবার জায়গা মাত্র নেই৷
একজন ক্রেতা জানান আজ আখেরী (শেষ)  মার্কেট তাই তিনি মাগুরা থেকে এসেছেন কেনা কাটা করতে।
বিক্রেতারা হিমশিম খাচ্ছেন ক্রেতার ধকল সামলাতে, তারা বলছেন শুধু যশোর নয়, নড়াইল ও মাগুরা থেকেও অনেক লোকজন এসেছেন কেনাকাটা করার জন্য৷

আরো সংবাদ