আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৮

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। আগের দিন ৫ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪৭ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ২৯৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত