আজ - সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:২১

কলারোয়ায় ষাটোর্ধ্ব ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

কামরুল হাসানঃকলারোয়ায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তার তালাবদ্ধ নতুন বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোসলেম উদ্দীন বিশ্বাস (৬২)। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত নৈমুদ্দীন বিশ্বাসের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, মোসলেম উদ্দীন ও তার স্ত্রী নিয়ে নতুন বাড়িতে থাকতেন। ছেলেরা থাকেন পুরাতন বাড়িতে। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না।বুধবার মোসলেম উদ্দীনের এক মেয়ে বাবার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেয়ে বাবার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকে। এ সময়  আশপাশের লোকজনকে নিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে খাটের উপর গরম কাপড়ে ঢাকা গলাকাটা অবস্থায় তার পিতার লাশ দেখতে পায়।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পালসহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  হত্যাকান্ডের ঘটনাটি কখন, কী কারণে ঘটেছে সেটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত