মাছের প্রজনন বৃদ্ধি করতে আগামী ১ মে থেকে ৩ মাসের জন্য জেলার কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকারের উপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা প্রদান করেন।
বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি এসএম ফেরদৌস ইসলাম, জেলা বিএফডিসি ব্যাবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, নৌ পুলিশ প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়- আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদের সকল প্রকার মাছ শিকার ও আহরণ, বাজারজাত করণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন এই ৩ মাস নৌ-পুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে।
এ ছাড়া বৈঠকে কাপ্তাই হ্রদে অবৈধভাবে জাক বসানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বিএফডিসিকে নির্দেশনা প্রদান করা হয়।