আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৯

কামরাঙ্গীরচরে ২,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, বুধবার (০২ ডিসেম্বর, ২০২০) সকাল ৮:০৫ টায় কামরাঙ্গীরচরের টেকেরহাটি এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ শাকিল আহম্মেদকে (২২) গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮:৫০ টায় কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমির হোসেনকে (১৯) এক হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লক্ষ ৪৯ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর সেগুলো কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ