আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩৫

কাল থেকে যশোর লকডাউন!- করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা দুপুরে।

খান জাহান আলী 24/7 নিউজ :: আগামীকাল থেকে আবারও লকডাউন হতে যাচ্ছে যশোর জেলার বিভিন্ন অঞ্চল। এমনকি পুরো যশোরে ফের লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে আজ দুপুরে। ইতিমধ্যে যশোরের বিভিন্ন উপজেলায় করনা সংক্রমণ ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত মানুষের দাবির মুখে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যশোর জেলা প্রশাসন।

স্বাস্থ্য বিভাগের পরামর্শে লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির একজন সদস্য। যশোরের কোন কোন এলাকা কিভাবে লকডাউন করা হবে সে সম্পর্কে আজ দুপুর ০১ টায় জরুরী সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন ওই সদস্য।

গত কয়েকদিন ধরে করোনাই বিস্তার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে অধিকাংশ মানুষ নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন। যশোরের ছোট বড় বাজারগুলোর ভিড় কমানো যাচ্ছে না বিশেষ করে যশোর শহরের এইচএমএম রোডে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি।

কেবল শহর নয় অভয়নগরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে সবচেয়ে বেশি হওয়ায় এই উপজেলায় ঝুঁকিপূর্ণ স্থান নতুন করে নির্ধারণ করে সেগুলোও লকডাউনের আওতায় আনা হবে তবে সবকিছু চূড়ান্ত হবে আজ দুপুরের সভায়। যশোরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ দুপুরে জরুরী সভা ডেকেছে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি। সভায় স্বাস্থ্য বিভাগ যশোর সর্বশেষ করোনা পরিস্থিতি উত্থাপন করবে।তারই ভিত্তিতে কোথায় কিভাবে লকডাউন করা যায় সেই সিদ্ধান্ত নেয়া হবে।

কমিটির অধিকাংশ সদস্যের বক্তব্য শহরের এইচএমএম রোডের সবচেয়ে বেশি মানুষের আনাগোনা। এখান থেকেই লোকজন অন্যান্য জায়গায় যাচ্ছে। অবশ্য শহরবাসীর বেশিরভাগের বক্তব্য, ভিড় কমলে ঝুঁকি কমবে করোনার।

উল্লেখ্য এপর্যন্ত (১৪ জুন ২০২০) যশোরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১৯ জন। যার মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১০১ জন। ইতিমধ্যে যশোরে করোনা আক্রান্ত হয়ে ০২ জনের প্রাণহানী হয়েছে।

আরো সংবাদ