জয়পুরহাটের কালাইয়ে ধান মাড়াই মেশিনের নিচে পরে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল ৮.৩০ মিঃ কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত শিশুটি জিন্দারপুর গ্রামের মো রাজুর একমাত্র ছেলে মোঃ রাকিবুল,বয়স তিন (৩)বছর।স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,শিশু রাকিবুল(৩)প্রতিদিনের ন্যায় সকালে খেলতে বের হয়।এসময় শিশুটির চাচা তাকে ভ্যানে উঠার জন্য ডাক দিলে রাস্তার অপর পার্শ্ব থেকে পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের নিচে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়।দ্রুত শিশুটিকে উদ্ধার করে কালাই আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার্স ইনচার্জ এস এম মঈনুদ্দিন।শিশুটির মা-বাবা কর্মসূত্রে ঢাকায় থাকার কারণে নিহত রাকিবুল(৩) তার দাদা-দাদীর সাথে গ্রামের বাড়িতে থাকতো।শিশুটির মৃত্যুতে জিন্দারপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।