আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

কালীগঞ্জে অতিরিক্ত মদ পানে দুধ ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহের দুধ ব্যবসায়ী অতিরিক্ত মদপানে মৃত্যুবরণ করেছে। নিহত সনজিত ঘোষ (৪৮) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের অতুল ঘোষের ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের মামা সাধন দাস জানান, সনজিত ঘোষ দুধের ব্যবসা করেন। বুধবার রাতে সনজিত দাস মদ পান করে। অতিরিক্ত মদ পানে রাতে সে অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাস তার মৃত্যু ঘোষণা করে। পরে তার লাশ মর্গে প্রেরণ করেছে।

আরো সংবাদ