আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৫৬

কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: ট্রাম্প

কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এবং এতে তৃতীয় কোন পক্ষের মধ্যস্ততার প্রয়োজন নেই বলে এবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার জি সেভেন সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। ভারতের প্রধানমন্ত্রী সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছেন এবং আমার স্থির বিশ্বাস, তারা এমন কিছু করতে সক্ষম হবে, যা খুবই ভাল হবে।’ ভারত এবং পাকিস্তান- দুই দেশকেই ভাল বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

কাশ্মীর প্রসঙ্গে মোদি বলেন, ‘ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে৷ পাকিস্তানে নির্বাচনের পরে আমি ইমরান খানকে ফোন করেছিলাম৷ বলেছিলাম, আমাদের দুই দেশকেই দারিদ্র, স্বাস্থ্য সমস্যা, শিক্ষা-সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়৷ আমরা দুই দেশ একসঙ্গে মিলে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করব৷ কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা৷ পাকিস্তানের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে৷ যেহেতু কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, তাি আমরা আর অন্য কোনও দেশকে বিরক্ত করতে চাই না৷’

এর আগে কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব দিলেও মোদির সঙ্গে বৈঠকের পর পিছু হটলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে মোদির বরাত দিয়ে কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ট্রাম্প।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত