আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:০৯

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

কুষ্টিয়ার বটতৈলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা অঞ্জনা খাতুন (৩৮) ও ছেলে কলেজ শিক্ষার্থী ইফতিয়াজ হোসেন (১৯) নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছে অঞ্জনা খাতুনের ছোট ছেলে ইফাদ (৮)।

শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদরের কবুরহাট গ্রামের বাসিন্দা নাজমুল হোসেনের বড় ছেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র ইফতিয়াজ তার মা অঞ্জনা ও ছোট ভাই ইফাদকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঈদ উপলক্ষে মামা বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। ১১ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর ইফতিয়াজ ও তার মা অঞ্জনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছে ছোট ভাই ইফাদ। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত বাদেই মা ও ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ