আজ - সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:৫৬

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৬.৬৮ শতাংশ

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৩২৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ।

আজ সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সুস্থ হয়েছেন ২০ জন।’

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি আছেন। পুরো জেলায় হোম আইসোলেশনে আছেন ১৮৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৮ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭৬৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত