আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৫

কুস্টিয়ায় চাচাতো ভায়ের হাতে প্রান গেলো হাফিজুলের।

রসুনের ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তার চাচাতোভাই মহিদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম এলাকার মৃত নুরুল হুদার ছেলে।

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, দুপুরে বাড়ির পাশের মহিদের রসুনের ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে চারা নষ্ট করছিলো বলে দুই পরিবারের মাঝে বাকবিতন্ডা বাধে। একই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মাঝে গোলযোগ চলছিলো।

মঙ্গলবার বিকেলে এক পর্যায়ে মহিদ ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বল্লম এনে হাফিজুলকে আঘাত করেন। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->