আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩২

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জন!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়ালো।

রোববার সকালে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- রাজ্জাক (৪৫), মোসতাকিন (২৩) ও আবু সাঈদ (২০)।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে দগ্ধ ৯ জন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান রাজ্জাক। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান মোসতাকিন। আর আবু সাঈদ মারা যান দুপুর পৌনে ১২টার দিকে।

বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এসময় ঘটনাস্থলে একজন ও ১৬ জন হাসপাতালে মারা গেছেন। দগ্ধ হন কমপক্ষে ৩৭ জন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আরো সংবাদ