আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৫

কেশবপুর ডোবা থেকে লাশ উদ্ধার।

 কেশবপুর : কেশবপুর উপজেলার আড়–য়া গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে চা বিক্রেতা জিল্লুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর থানার পুলিশ আড়–য়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে কাটাখালী বাজারের চা বিক্রেতা জিল্লুর রহমানের লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চা বিক্রেতা জিল্লুর রহমান (২৩) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার পর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায় না। বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানের ডোবায় এলাকাবাসী তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার এসআই লিখন কুমার সরকার দৈনিক স্পন্দনকে বলেন, আড়ুয়া গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে জিল্লুর রহমান নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তদন্ত না করে কিছু বলা যাবে না।

আরো সংবাদ