আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪০

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডের কেএন-৯৫ মাস্ক বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ যশোরের কেশবপুরে ওয়ার্ডের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও উপজেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১ শত কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন। উপজেলা প্রেসক্লাবে বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। উপজেলা খেলাঘর আসরে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, অধ্যাপক মশিউর রহমান, সমাজসেবক উমাপদ ঘোষ প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->