আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪২

কেশবপুরে তন্ত্রমন্ত্র নেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ : আটক ১

যশোরের কেশবপুরে সাধকের নিকট থেকে ছেলের জন্য তন্ত্রমন্ত্র নেয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ যুবক আবু সাঈদকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভরতভায়না গ্রামের ৪০ বছর বয়সের এক গৃহবধূকে তার ছেলের জন্য সাধকের নিকট থেকে তন্ত্রমন্ত্র নেয়ার কথা বলে গত শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পতিমধ্যে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের রাস্তার পূর্বপাশে জনৈক অজয় ঘোষের ধান ক্ষেতের আইলের উপর জোরপূর্বক ধর্ষণ করে। রোববার রাতে ওই গৃহবধূ উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৩), তার সহযোগী সন্ন্যাসগাছা গ্রামের লতিফ সরদারের ছেলে জসিম উদ্দিন (৩৫), ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ (৩৩) ও কাশিমপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রোস্তম আলী ফকির (৩৯) এর নাম উল্লেখ করে থানায় মামলা করেন। কেশবপুর থানা পুলিশ রোববার রাতে ঐ মামলার আসামি ভরতভায়না গ্রামের হান্নান সরদারের ছেলে আবু সাঈদকে আটক করে।

সোমবার ঐ গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ধর্ষন মামলার আসামি আবু সাঈদকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত