আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৪৩

কেশবপুরে দল যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন আ. লীগ মনোনীত প্রার্থী : মেয়র রফিকুল ইসলাম

কেশবপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র রফিকুল ইসলাম ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার সকালে তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাজিতপুর ও সফরাবাদ এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। একই দিন সন্ধ্যায় তিনি পৌর অডিটরিয়ামে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে পৌরমেয়রের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু সহ ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে, সন্ধ্যায় আসন্ন পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে পৌর মেয়র রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কার্যালয়ে মেয়র রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, তার নিজের পছন্দের কোনো প্রার্থী নেই। দল যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, জামাল উদ্দিন, আব্দুস সাত্তার, কাউন্সিলর মফিজুর রহমান, মনিরা খানম, শাহানা কবির ফাতেমা, সৈয়দ আকমাল আলী, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, হাবিবুর রহমান, কামাল খান, সালাম খান, শাহিনুর রহমান, মনোয়ার হোসেন মিন্টু, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন, শেখ শাহীন ও মুনজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন খাদিজা খাতুন, মুক্তি বিশ্বাস, জাহানারা খানম, তহমিনা খাতুন, ফাতেমা খাতুন, আসমা খাতুন, মনজু খাতুন, হিরা বেগম, মমতাজ বেগম এবং রাশিদা খাতুন।

আরো সংবাদ