আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৯

কেশবপুরে পাঁজিয়া ইউপি সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহার আত্মসাতের অভিযোগ।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) : কেশবপুরে লকডাউনে থাকা গরিব ও দুস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রীর ‘উপহার’-এর সাত বস্তা চালসহ বিভিন্ন সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে পাঁজিয়া ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম সানার বিরুদ্ধে।
এই ব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এসময় ‘উপহার সামগ্রী’ আত্মসাতে অভিযুক্ত মেম্বার হালিম সানা উপস্থিত ছিলেন না।
বৈঠকে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এ ব্যাপারে ইউপি সদস্য আল বাহারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬ মে বেলা ১১টার মধ্যে পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মেম্বার হালিম সানার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান।
তিনি জানান, গত ২৯ এপ্রিল পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম সানা আটটি দুস্থ পরিবারের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়ে চালসহ আট বস্তা ‘উপহার সামগ্রী’ গ্রহণ করেন। ওই উপহার সামগ্রী প্রধানমন্ত্রীর দেওয়া। ৩০ এপ্রিল ওই মেম্বার পাঁজিয়ার নেপাকাটি গ্রামের ওহিদুজ্জামানকে উপহারের একটি প্যাকেট দেন। বাদবাকিগুলো তিনি আত্মসাৎ করেন।
নাম তালিকাভুক্ত হলেও উপহার সামগ্রী না পেয়ে ওই পরিবারগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান এব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে পরিষদে একটি সভা আহ্বান করেন।
তালিকায় নাম থাকা নেপাকাটি গ্রামের কামাল হোসেন বলেন, তার নামে দেওয়া প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর চালসহ সবকিছু মেম্বার আত্মসাৎ করেছেন।
তবে অভিযুক্ত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হালিম সানা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আটটি পরিবারের তালিকা জমা দিয়ে মাল উত্তোলন করা হয়। এরপর সেগুলো অন্যদের মাঝে তা বিতরণ করা হয়েছে।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, ইউপি সদস্য হালিম সানার বিরুদ্ধে অসহায় সাত পরিবারের জন্য বরাদ্দ চালসহ বিভিন্ন সামগ্রী আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

আরো সংবাদ