আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:০২

কেশবপুরে পুলিশের ৫ হাজার মাস্ক বিতরণ

কেশবপুরে পুলিশের উদ্যোগে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলাব্যাপী ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের থানার মোড় এলাকাসহ উপজেলার বিভিন্ন বিটে পুলিশের কর্মকর্তারা ওই মাস্ক বিতরণ করেন। যশোর জেলা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ অনুষ্ঠানে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু, ফজলে রাব্বী, আশরাফুল আলম প্রমুখ।

এ সময় সড়কে মাস্কবিহীন যাতায়াতকারী মানুষের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। মাস্ক বিতরণকালে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, থানার মোড়ে আমার নেতৃত্বে ৫শ মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যেকটি পুলিশিং বিটে দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন। আগামীতে মাস্কবিহীন সড়কে যাতায়াত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত