আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৫৪

কেশবপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার সকালে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
উল্লেখ্য কেশবপুর উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৭১টি গৃহ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করে শতভাগ গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
১ম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১’লক্ষ ৭১’হাজার টাকা, ২য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১’লক্ষ ৯০’হাজার টাকা এবং ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২’লক্ষ ৫৯’হাজার ৫’শত টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মেল্ল্যা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, বিদ্যান্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত