আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫১

কেশবপুরে শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে শ্রমিকলীগের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পৌরসভা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগনেতা বাসুদেব মিত্র, মুনছুর আলী, কামাল হোসেন খান, মিজানুর রহমান, নাজমূল হাসান জনি, গোরাচাঁদ বসু, সোলায়মান হোসেন, ফরহাদ খান, ডালিম বিশ্বাস, রেজাউল ইসলাম, মোজাহার গাজী, আতিয়ার সরদার প্রমুখ।
উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ শহরে বিশাল বিশাল প্রচার মিছিল করেছে।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে সমর্থন প্রদান করার পর থেকে প্রতিদিন উপজেলা শহর-সহ বিভিন্ন ইউনিয়নে প্রচার মিছিল অব্যাহত রয়েছে।


অপরদিকে ঢাকার ধানমন্ডী আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বুধবার দুপুরে শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম-সহ নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত