আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:০৬

কোটচাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা বাজার থেকে গাঁজাসহ শাকিল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল হোসেন যশোরের চৌগাছা উপজেলার ইলিশমারী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুর এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় অভিযান চালিয়ে ৮৪০ গ্রাম গাঁজাসহ শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত