আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩০

“খাদ্য সংকটে বসুন্দিয়ার যেকেউ ফোন করলেই খাবার পৌছে দিব।”- রিয়াজুল ইসলাম খান রাসেল

মোঃ মহিউদ্দিন সানি ।। লকডাউনে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের মানুষের জন্য জরুরি কল সেবা চালু করেছেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। এই বিশেষ সেবার মাধ্যমে গোপনে খাবার পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলছে ৭ দিনের কঠোর লকডাউন। করোনার এই ক্রান্তিলগ্নে নিজেকে নিরাপদ রাখার পাশাপাশি খাদ্যের জোগাড় করা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের জন্য চ্যালেঞ্জ। মধ্যবিত্তরা লোকলজ্জায় তাদের কষ্টের কথা মুখফুটে কাউকে বলতেও পারেন না।

এসব চিন্তা করে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ইউনিয়নের সকল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের প্রয়োজনে খাবার সরবরাহের দায়িত্ব নেন। তার ব্যবহৃত ফোন নম্বরে ফোন করলেই যাচাই বাছাই পূর্বক জরুরি এসব খাদ্যসামগ্রী পৌছে দেবেন তিনি।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, ‘‘প্রিয় ইউনিয়নবাসী, বসুন্দিয়া ইউনিয়নের সকল সম্মানিত নাগরিকদের জানানো যাচ্ছে যে, লকডাউনে থাকার কারনে প্রকৃতপক্ষে আপনাদের কারো পরিবারে খাদ্য না থাকে তাহলে সরাসরি আমার এই নাম্বারে (০১৭১১০৬৫৫২৭) যোগাযোগ করবেন।আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।” 

এবিষয়ে রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, “করোনাকালীন সময়ে আমি বিচলিত না হয়ে বঙ্গবন্ধুকণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে করোনাকালীন সংকটে পড়া সকল মানুষের সাথে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

তিনি লকডাউনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার অনেকেই রয়েছেন যাদের ঘরে খাবার নেই। আমি নিজে থেকে এসব মানুষের খোজ করে তাদের পাশে থাকার চেষ্টা করছি। কারও খাওয়ার কষ্টে থাকলে আমাকে জানাবেন। প্রয়োজনে আমি নিজে আপনাদের প্রযোজনীয় খাবারের জোগাড় করে দিব।”

এর আগে কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদান তাকে সন্মাননা সনদ প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত