আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৮

‘খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতন ঘটানো হবে’

ঢাকা অফিস।। আন্দোলনের মাধ্যেমেই খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারী জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা এসে জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ২টা থেকে শুরু হওয়া সমাবেশে বক্তব্য দেন দলটির নেতারা।

এসময় তারা বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে জনগণ। সরকারের ইশারায় খালেদা জিয়ার জামিন বিলম্বিত হচ্ছে। তবে আন্দোলনের মাধ্যমেই দলীয় চেয়ারপার্সনকে মুক্ত করার হুঁশিয়ারি দেন সিনিয়র নেতারা।

এদিকে, উন্নয়নের নামে সরকার দেশের জনগনের সাথে প্রতারণা করেছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, দলের মহাসচিব। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও এ সময় মন্তব্য করেন দলের ফকরুল।

আরো সংবাদ