আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৫১

খুলনা জেলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত তোফায়েল।

ডেস্ক রিপোর্ট : কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও অসাধারণ নৈপূন্য প্রদর্শনের জন্য খুলনা জেলা গোয়ান্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ কে বেস্ট অফিসার ইনচার্জ ক্রেস্ট ও সম্মাননা সদনপত্র প্রদান করা হয়েছে।

রবিবার খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত খুলনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তোফায়েল আহমেদ কে এ সম্মাননা প্রদান করেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)।

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান পর্বে খুলনা ডিবি পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ জেলায় রেকর্ড সংখ্যক মাদক উদ্ধার,অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার বেস্ট অফিসার ইনচার্জ হিসাবে সন্মাননা লাভ করেছেন। এছাড়া অন্যান্য ক্যাটাগরীতে থানার ওসি, এসআই ও এএসআই দের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)।

এ সময় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান ক-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর)  মোঃআলম সিদ্দিিকী,  অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার  শেখ আব্দুল্লাহ বিন কালাম সি-সার্কেল,সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডি-সার্কেল,  অতিরিক্ত পুলিশ সুপার সদর এ এন এম ওয়াসিম ফিরোজ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব,পাইকগাছা থানার ওসি এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ