আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৯

খুলনা-ঢাকা স্পেশাল ট্রেন চলবে ২৯ এপ্রিল থেকে

ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-ঢাকা রুটে ‘খুলনা স্পেশাল’ নামে অতিরিক্ত একটি ট্রেন চলাচল করবে। ২৯ এপ্রিল থেকে এ ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত। তবে ঈদের পর ফিরতি যাত্রায় এ ট্রেনটির সেবা মিলবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  জানা গেছে, খুলনা স্পেশালের টিকিট শুধুমাত্র কাউন্টারেই পাওয়া যাবে।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘ঈদে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি টিকিট স্টেশন কাউন্টার থেকে যাত্রীরা কিনতে পারবেন।  ‘খুলনা স্পেশাল’ ট্রেন চালু হওয়ায় আশা করা হচ্ছে যাত্রীদের  ভোগান্তি কিছুটা হলেও কমবে।’ খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে খুলনা-ঢাকা রুটে খুলনা স্পেশাল নামে চলাচল করবে একটি ট্রেন। ২৯ এপ্রিল থেকে চালু হয়ে ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত  ঈদুল ফিতরের পর ফিরতি যাত্রায় মিলবে না এ স্পেশাল ট্রেনটি। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে এবং তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত আর ফিরতি টিকেট পাওয়া যাবে ১ মে। কাউন্টার থেকে একজন ব্যক্তি বা যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকেট ক্রয়ে বাধ্যতামূলক থাকবে জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র। থাকবে পৃথক নারী ও প্রতিবন্ধী কাউন্টারও। ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদ উপলক্ষে কেনা কোনো অগ্রিম ট্রেনের টিকিট ফেরত দেওয়া যাবে না। খুলনায় কর্মরত বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা অমিত বিশ্বাস বলেন, খুলনা স্পেশালে ঈদের আগে ভোগান্তি কমলেও ফিরতি যাত্রায় ভোগান্তি ঠিকই থাকবে। ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও খুলনা স্পেশালের দাবি করেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত