আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:২৯

খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মহিদ- দিদার বদলি এন্টি টেররিজমে

জুনায়েদ সাকি: পুলিশ সদর দপ্তরে থাকা খন্দকার মহিদ উদ্দিনকে খুলনা রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩ এপ্রিল, ২০১৯ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মদকে এন্টি টেররিজম ইউনিট ঢাকায় বদলি করা হয়েছে।

এছাড়াও ঢাকায় এন্টি টেররিজম ইউনিটে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে খুলনা মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেনকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরে।

বেনাপোলে ইজিবাইকে যানজট, ভোগান্তি
পুলিশ সদর দপ্তরে থাকা মো. হুমায়ুন করিবকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার করে পাঠানো হয়েছে। ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. শাহাবুদ্দিন খানকে পাঠানো হয়েছে বরিশাল মহানগর পুলিশ কমিশনার করে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা মো. আনোয়ার হোসেনকে গাজীপুরের পুলিশ কমিশনার করে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

আরো সংবাদ