আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১৫

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা জিলা স্কুলের শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌস (৪০) বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বয়রা পালপাড়া এলাকায়।

তিনি জানান, নগরীর বাগমারা এলাকার হারুন শেখ (৫৫) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান। এছাড়া নগরীর রায়েরমহল এলাকার বাবু (৪৫) মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত ৪টায় তার মৃত্যু হয়।

 

আরো সংবাদ