আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৯

খুলনায় ঘরে ঢুকে ঠিকারদারকে কুপিয়ে হ,ত্যা।

খুলনায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর ডান বুকে ছুরি ঢুকিয়ে দেয় দুর্বৃত্ত দলের একজন। এ সময় লুটিয়ে পড়েন টগর। তার আর্তনাদ-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত নিয়ে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। তিনি রং এর ঠিকাদার ছিল।

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->