খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের প্রধান মিজান সহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। মিজানের অপর সহযোগীর নাম ইয়াদ। তাদের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম ও এএসআই মাহবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা একটি ট্রাক ও অস্ত্রশস্ত্র নিয়ে সোনাডাঙ্গা ময়ূর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি করছিল। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই ডাকাত দল ট্রাকযোগ দ্রুত জিরো পয়েন্ট হয়ে রুপসা ব্রিজ রোডে যেতে থাকে। পুলিশের অভিযান এক দল তাদের পিছু নেয়। ডাকাত দলের ট্রাক রুপসা ব্রিজের টোল প্লাজার ভেরিকেট ভেঙে বেরিয়ে যায়। অবশেষে রূপসা থানাধীন কুদির বটতলা এলাকায় দিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও। ঢাকার দলের প্রধান মিজানসহ দুজনকে আটক করে পুলিশ। আটকের পূর্বে পুলিশের উপরে হামলার ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ডাকাত চক্রটি খুলনা সহ আশপাশের বিভিন্ন জেলায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করে।