আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩০

খুলনায় জেলের জালে ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ

খুলনার এক জেলের জালে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ আটকা পড়েছে। তার পিঠে বসানো ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার। গতকাল শনিবার খুলনার দিঘলিয়া গাজীরহাট থেকে সেটিকে উদ্ধার করে আজ রোববার সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেওয়া হয়েছে।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘শনিবার জেলের জালে কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে পুলিশ উদ্ধার করে। এরপর বনবিভাগের খুলনাঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দে খবর পেয়ে আমাদেরকে জানান। এরপর আমরা সেটি এনে করমজলে রেখেছি।’

এক প্রশ্নের উত্তরে আজাদ কবির বলেন, ‘পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

প্রজনন কেন্দ্রের বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের প্রজেক্ট স্টেশন ম্যানেজার আবদুর রব জানান, বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের বিষয়ে জানতে ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারিতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে। এর মাধ্যমে এ প্রজাতির কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণক্ষেত্র, খাদ্যভাস এবং প্রজনন সম্পর্কে জানার চেষ্টা চলছে।

আবদুর রব আরও জানান, অবমুক্ত করার ১১ দিনের মাথায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে একটি পাওয়া গেল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত