আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৬

খুলনায় ডিবি পুলিশের অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে সর্বমোট ০১ কেজি গাঁজা সহ ০২ জন গ্রেফতার।

খান জাহান আলী ডেস্ক : খুলনা জেলায় ডিবি পুলিশের অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে সর্বমোট ৫০০+৫০০=১০০০(একহাজার) গ্রাম=০১(এককেজি) গাঁজা সহ ০২ (দুই) জন গ্রেফতার করে পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, খুলনা জেলা ডিবি খুলনা মোঃ তোফায়েল আহমেদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, দিঘলিয়া থানা এলাকায় মাদক ও অস্ত্রগুলি উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনার সময় দিঘলিয়া সাকিনের দিঘলিয়া খেয়াঘাট যাওয়ার পথে হাফিজ মোড়ল, পিতা-মৃত বারেক মোড়লের বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ মিজানুর (৩২), পিতা-মৃত মোহাম্মাদ আলী শেখ, সাং-মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড, বুড়ির বাড়ীর পাশে, আনোয়ারের মুদি দোকানের সামনে, ২। মোঃ রাজু (২৫),(স্থায়ী কোন বাড়ী ঘর নাই) পিতা-আঃ কুদ্দুস মোল্লা, সাং-মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড খেয়াঘাট কচি মিয়ার টিনসেট বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান) উভয় থানা-খানজাহানআলী, জেলা-কেএমপি খুলনা, ১ নং আসামি মোঃ মিজানুর রহমান এর বাম হাতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে সচ্ছ পলিথিনে মোড়ানো ৫০০(পাঁচশত) গ্রাম এবং ২নং আসামি মোঃ রাজু এর ডান হাতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে সচ্ছ পলিথিনে মোড়ানো ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বাদীর কাছে থাকা পরিমাপ যন্ত্রে ওজন করে সর্বমোট= ০১ (এক কেজি) গাঁজা গাঁজা উদ্ধার পূর্বক ইং ২১/০৯/২০১৯ তারিখ ১১.২৫ ঘটিকার সময় ধৃত পূর্বক বিধি মোতাবেক ঘটনাস্থলে আলামতের জব্দতালিকা প্রস্তুত করেন। ধৃত আসামিদেরকে নিয়ে দিঘলিয়া থানায় হাজির হয়ে পুলিশ পরিদর্শক (নিঃ)/ সেখ কনি মিয়া, বাদী হয়ে মাদকদ্রব্য আইনে এজাহার দায়ের করেন।

আরো সংবাদ