আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

খুলনায় দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে অপরএকটি ট্রাকের ধাক্কায় জিসান (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে দাড়িয়ে থাকা গরান কাঠ বোঝাই ট্রাককে ওভারটেক করতে যেয়ে মাছ বহনকারী ট্রাকের ঘর্ষণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উভয় ট্রাকের চালক পলাতক।

নিহত জিসান সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে খুলনামুখী গরান কাঠ বোঝাই একটি ট্রাক নগরীর হোগলাডাঙ্গায় সড়কে দাড়িয়ে ছিল। এসময় সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল একটি মাছ বোঝাই ট্রাক। সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয়। এসময় ঘর্ষণে মাছ বোঝাই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। নিহত হেলপারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->