আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৫

গত ২৪ ঘন্টায় খুলনায় করোনায় ৪ জনের মৃত্যু

খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে তিনজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা যান।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-নগরীর নিরালা এলাকার হাসিনা (৫২), বাগেরহাট মোড়েলগঞ্জের মর্জিনা বেগম (৬০) ও বরগুনা কাটাখালীর আজিজা বেগম (৭৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় পাইকগাছার মো. গোলাম মোস্তফা (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ২০জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন দুইজন।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। জেলার চারটি হাসপাতালে ১১৯ জন চিকিৎসাধীন থাকলেও জেনারেল (সদর) হাসপাতালে টানা পাঁচ দিন ধরে কোনো রোগী নেই।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৮জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটজন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে খুলনার ২৯, বাগেরহাটে ৯, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও গাজীপুরের একজন করে শনাক্ত হন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত