আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:২৭

গুগল ডুডলে বাংলাদেশ!

শুক্রবার দিবাগত রাত ১২টার অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরেই ডুডলটি শোভা পাচ্ছে গুগলের হোমপেজে

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির স্বাধীনতার আজ ৫১তম বার্ষিকী।

এ উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরেই ডুডলটি শোভা পাচ্ছে গুগলের হোমপেজে। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

সারাদিন গুগলে গেলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এই ডুডল। ডুডলের ওপর কার্সর ধরলেই “বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২” লেখা ভেসে উঠছে। আর ক্লিক করলেই দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও তথ্য।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত