আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৮

গোলাপগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে তিন যাত্রী ভস্মিভূত হয়ে মারা গেছে। বুধবার সকাল ৬ টায় স্থানীয় হেতিমগঞ্জ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিয়ানীবাজারের চারখাই এলাকা থেকে সিলেটে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় নোহা মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসে আগুন ধরে গাড়ির ভেতরেই তিন যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মৃতদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত যাত্রীদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই বারইরগ্রাম এলাকায় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানিয়েছেন, পুড়ে যাওয়া লাশ তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ