আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৩

“ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্নের মৃত্যু ঘটেনি” – রিয়াজুল ইসলাম খান রাসেল

মোঃ মহিউদ্দিন সানি (যশোর থেকে)।। যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে জগন্নাথপুর স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবুলু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।
বক্তারা বলেন,ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আতিয়ার রহমান খান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সবার মধ্যে গনভোজ বিতরন করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত