আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৫০

ঘুচে গেছে চাল চুরির বদনাম – ফের খাদ্য সহায়তা দিচ্ছেন শাওন।

খাজুরা (যশোর) প্রতিনিধি॥ আবারো বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক রাকিব হাসান শাওনের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার উপজেলার খাজুরার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর, জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী এবং যাদবপুর গ্রামে ৫০ টি অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শাওনের পক্ষে তার পরিবারের লোকজন বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল ও সাবানের খাদ্যের প্যাকেট পৌঁছে দেন।
খাদ্য পেয়ে এক বয়োবৃদ্ধ পাপড় বিক্রেতা বলেন, আগে পরের ক্ষেতে কাজ করতাম। বয়স এখন পঁয়ষট্টি ছুঁইছুঁই। ভারী কাজ করতে পারিনা। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এখন পাপড় বিক্রি করি। তাতেই কোন রকমে সংসারটা চলে। তবে করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। চাল-ডাল পেয়ে ভালোই হয়েছে। আত্মাটা শান্তি পেয়েছে। যে এটা পাঠিয়েছে আল্লাহ তার মঙ্গল করুক।


এদিকে ফের খাদ্য সহায়তা প্রদানের ব্যাপারে জানতে চাইলে রাকিব হাসান শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও যশোর জেলা ঘাতক দালাল নেতৃবৃন্দের নির্দেশে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক না কেন এ কার্যক্রম ব্যাহত করতে পারবে না। তিনি আরও বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ