আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৪৯

চট্টগ্রাম কারাগারে ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু

বুকে ব্যাথা নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে চন্দনাইশের বাসিন্দা দুই হাজতির মৃত্যু হয়েছে। কারাগারের নিজ ওয়ার্ডে বুকের ব্যাথা উঠলে প্রথমে কারা হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারা হলেন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের রফিক উদ্দিন (৪৫)। তিনি মারামারির মামলায় কারগারে ছিলেন। অপরজন হলেন একই উপজেলার হাছনদ-ী গ্রামের বাবুল মিয়া (৪০)। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
আজ সোমবার ভোরে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।
কারা সূত্রে জানা যায়, রফিক মারামারি মামলায় হাজতি হিসেবে গত ২৭ মার্চ চট্টগ্রাম কারাগারের আসার পর থেকে হালদা ওয়ার্ডে ছিলেন। অন্যদিকে ২০২১ সালের ১৮ নভেম্বর কারাগারে আসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার আসামি বাবুল মিয়া। রফিক সেহেরি খেয়ে ঘুমাতে গেলে ভোর সাড়ে ৫টার দিকে বুকে ব্যাথাসহ শরীর খারাপ লাগার কথা জানান। তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবর পেতে না পেতেই বাবুল মিয়া নামে আরেক হাজতি বুকে ব্যাথার কথা জানান। তাকেও কারা হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টার ব্যবধানে সকালে দুই হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তারা বুকে ব্যাথার কথা বলেছেন। ময়না তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত