আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:১৮

চট্টগ্রামে ১৪শ’ বস্তা সরকারি চালসহ এক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের পাহাড়তলী চাল বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ভারত থেকে আমদানী করা ১৪শ’ বস্তা সরকারি চালসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সকালে মুনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার ফারুকুল হক। তিনি বলেন, উর্দ্ধমুখী চালের বাজার নিয়ন্ত্রণে কয়েকমাস ধরেই বিভিন্ন দেশ থেকে চাল আমদানী করছে সরকার। বন্দর থেকে খালাসের পর এসব চাল বিভিন্ন সরকারী গুদামে সংরক্ষণের পর বিতরণের নিয়ম। অথচ বেশ কিছু দিন ধরেই চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া চাল নির্ধারিত গন্তব্যে না নিয়ে মাঝপথেই অসাধু ব্যবসায়ীদের কাছে হাতবদল হয়ে যাচ্ছে; এমন তথ্যের পর বন্দরে নজরদারি বাড়ায় গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে বন্দরের বারিক বিল্ডিং গেট দিয়ে নোয়াখালী এলএসডির উদ্দ্যেশে বের হওয়া একটি ট্রাকের পিছু নেন গোয়েন্দারা। ট্রাকটি নোয়াখালীর পরিবর্তে পাহাড়তলী বাজারের মাহি ট্রেডার্স নামের একটি গুদামে আনলোড করার সময় ১৪শ’ বস্তা চালসহ গুদাম মালিককে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত