আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:১৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। আজ ভোর সাড়ে ৫ টার দিকে লোহাগাড়ার আধুনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর পুত্র হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আবদুল মাজেদের পুত্র হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর পুত্র খোরশেদ আলী সাদ্দাম (৩০), মহানগরীর ২৫ নং ওয়ার্ডের ফারুক জাহানের পুত্র রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর পুত্র মনছুর আলী (২৩)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বাসসকে জানান, কক্সবাজারমুখী একটি প্রাইভেট কারের সাথে চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করে। এছাড়া, গুরুতর আহত হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাড়ায় আহত হুমায়ুনকে সকাল সাড়ে নয়টার দিকে মেডিকেলে আনা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। হুমায়ুনের মরদেহ ময়না-তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত