আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৪

চাঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ আর নেই, সদর উপজেলা আওয়ামীলীগের শোক।

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি (২০ জুন) রবিবার বিকেলে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ এবং সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ তিনি শারীরীক অসুস্থতায় ভুগছিলেন। আজ অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর দেশ ‍ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকাল ৩ টা ৪০ মিনিটে তিনি মারা যান। আব্দুল আজিজ বিশ্বাস স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আগামীকাল ২০ জুন সোমবার সকাল ১১ টায় মাহিদিয়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আব্দুল আজিজ বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার দীর্ঘদিনের সহকর্মীরা ছুটে যান হাসপাতালে ও তার বাসস্থানে। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আরো সংবাদ