আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২১

চাঁচড়ায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ

যশোর সদর উপজেলার ১০নং চাঁচড়া ইউনিয়ানের ৭নং ওয়ার্ডের পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে সালাত ও ওয়াজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৬ মাসের জামাতে নামাজ পড়া ও ওয়াজ প্রতিযোগিতায় অংশ নিয়া শিশুদের চাঁচড়া পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

নামাজের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে মসজিদে একযোগে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক কমিটি।

৭ থেকে ১৩ বছর বয়সী শিশুরা বেশ উৎসাহের সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩ জনকে বাই-সাইকেল প্রদান করা হয়। এসময় বাকী প্রতিযোগিদের উৎসাহমূলক টুপি পাঞ্জাবী জায়নামাজ পুরস্কার প্রদান করা হয়।

আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ানের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ারুল করিম আনু, আয়োজক কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম বাবু ,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘মসজিদ কমিটির’ নেতৃবৃন্দ।

আরো সংবাদ