আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:১০

চাঁদপুরে বৃদ্ধ মা-বাবাকে মা’র’ধ’র, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ মা-বাবাকে মা’র’ধ’রে’র অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আহত মা-বাবাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯০ বছর বয়সী বৃদ্ধ হাজী সাহেব আলীর স্ত্রী মঞ্জুমা বেগমের সঙ্গে পুত্রবধূর বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছেলে জাকির হোসেন তার বাবা ও মাকে মঞ্জুমা বেগমকে বেধড়ক মারধর করে। এতে টর্চ লাইটের আঘাতে বৃদ্ধ বাবার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, বিষয়টি খুবই অমানবিক। বৃদ্ধ সাহেব আলীকে মারধরে তার মাথা ফেটে যায়। পরে খবর পেয়ে সোমবার রাতে ছেলে ও তার স্ত্রীকে আমরা থানায় নিয়ে আসি। এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছি।

 

আরো সংবাদ