আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:০৮

চাঁদপুরে বৃষ্টিতে খেলার সময় বি’দ্যু’ৎস্পৃ’ষ্টে দুই স্কুলছাত্রের মৃ’ত্যু

চাঁদপুরে বৃষ্টিতে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পূর্ব রামদাসদী এলাকার মাঠে বৈদ্যুতিক তার গায়ে পড়ে তাদের মৃত্যু হয়।

এ সময় তাদেরকে বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন এক বৃদ্ধ।

নিহতরা হলো-রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. মিনহাজ (১৫) এবং একই এলাকার আকতারের ছেলে মো. তামীম (১৬)।
আর আহত বৃদ্ধ হাফেজ খানের (৭০) বাড়ি একই এলাকায়। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। বাড়ির সামনের খেলার মাঠের পাশে বৃষ্টিতে মিনহাজ ও তামীমসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে। এ সময় তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরে মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, মৃতদের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চায়। কিন্তু এতে হাসপাতালের কর্মচারীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা কর্মচারীদের মারধর করে।

অন্যদিকে, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দুটি মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত