আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৬

চিরকুট ভিসি’র পদত্যাগ দাবি করলেন ঢাবি শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, দালাল ভিসি গদি ছাড়’, ‘পরীক্ষা ছাড়া ডাকসু নেতা মানি না মানব না’, ‘ডাকসুতে অছাত্র কেন? প্রশাসন জবাব চাই’, ‘যে ডাকসু অছাত্রদের সে ডাকসু মানি না’, ‘চিরকুটের প্রশাসন ধিক্কার ধিক্কার’ ক্যাম্পাস প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রলীগের ৩৪ নেতাকে চিরকুটের মাধ্যমে ছাত্রত্ব দিয়ে নির্বাচনের সুযোগ করে দেওয়ায় উপাচার্যকে ‘চিরকুট ভিস’ বলে আখ্যায়িত করেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগও দাবি করেছেন তারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, দালাল ভিসি গদি ছাড়’, ‘পরীক্ষা ছাড়া ডাকসু নেতা মানি না মানব না’, ‘ডাকসুতে অছাত্র কেন? প্রশাসন জবাব চাই’, ‘যে ডাকসু অছাত্রদের সে ডাকসু মানি না’, ‘চিরকুটের প্রশাসন ধিক্কার ধিক্কার’, ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন। এ সময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখা সভাপতি সালমান সিদ্দিকী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে কর্মসূচি শেষ করে।

আরো সংবাদ