আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:২৯

চিরনিদ্রায় করবালায় শায়িত মহসিন ও রিনা। জানাজায় মানুষের ঢল!

সড়ক দুর্ঘটনায় নিহত যশোর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহসিন সর্দার ও তার স্ত্রী রেহেনা আক্তার রিনার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জোহরবাদ জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তাদের দাফন করা হয়।

গত শনিবার ঢাকা যাওয়ার পথে যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় এ দম্পতি নিহত হন। তাদের বড় ছেলে মোসলেম উদ্দিন রিষাদ অস্টেলিয়ায় থাকায় লাশ দাফন না করে সিএইচএম এর হিমঘরে রাখা হয়।

জানাজার দৃশ্য।

মহসিন সর্দার যশোরের মোর্শেদ লাইব্রেরির মালিক এবং যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপুর দুলাভাই। ওই দুর্ঘটনায় আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। বর্তমানে তারা যশোর জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য শাহারুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, জেলা তরুণ লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান লাইফ সহ নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে মহসিন সর্দার ও তার স্ত্রী রেহেনা আক্তার রিনা, মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে প্রাইভেটকারটি মাগুরার শিমুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এসময় মহসিন ও তার স্ত্রী নিহত হন।

খানজাহান আলী 24/7 নিউজ / স্টাফ রিপোর্টার

আরো সংবাদ