আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৪৫

চুড়ামনকাটি ফুটবল বিতরণ করলেন শাহারুল ইসলাম।

খানজাহান আলী 24/7 নিউজ ।। যশোরের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এর উদ্যোগে ইউনিয়নের ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

বুধবার ১৫ জুন বিকেলে আহসান নগর ফুটবল একাডেমির তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।

এসময় শাহারুল ইসলাম বলেন, একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার অনেক প্রয়োজন। খেলাধুলা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোন বিকল্প নাই। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিষেধাজ্ঞা অনুসরন করার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, ইউপি সদস্য আনোয়ার হোসেন শান্তি, আনিসুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইছাহক আলী গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ