আজ - বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:১২

চুয়াডাঙ্গা ভারত সীমান্ত থেকে ৩ কোটি টাকার সোনা উদ্ধার করলো বিজিবি।

ভারতে পাচারকালে প্রায় তিন কোটি টাকার স্বর্ণের বারসহ সন্দেহভাজন দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিজিবি-৬ এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত. খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবিদ্বার থানাধীন হোসেনপুর গ্রামের মসলেম আলীর ছেলে লিটন খান (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির আভিযানিক দল সরোজগঞ্জ বাজারে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ চোরাকারবারী সন্দেহে দুজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করতে করা হয়। জব্দকৃত স্বর্ণের প্রাথমিক ওজন ২ কেজি ৪১১ গ্রাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত